সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনীর মুহুরি নদীর বেড়িবাঁধে ভাঙন 

ফেনী প্রতিনিধি

ফেনীর মুহুরি নদীর বেড়িবাঁধে ভাঙন 

ফেনীর মুহুরি নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভারীবৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে শুক্রবার (২ আগস্ট) জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের অংশে এ ভাঙন দেখা যায়।

স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করে উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে গেছে। এ অবস্থা বেশিক্ষণ চলতে থাকলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। 

এর আগে সকাল ১০টার দিকে স্থানীয় ইউএনও আফরোজা হাবিব শাপলা এক ক্ষুদে বার্তায় পানি উন্নয়ন বোর্ডের তথ্যের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান, টানা বর্ষণে উপজেলায় মুহুরী নদীর পানি বিপদসীমার ৪০ সেমি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় ফেনী জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

একই দিন সকাল সাড়ে ১০টার দিকে জেলার ফুলগাজী ইউএনও তানিয়া ভূঁইয়া গণমাধ্যমকে পাঠানো অপর এক ক্ষুদেবার্তায় জানান, টানা বর্ষণে স্থানীয় উপজেলায় মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পানি বর্তমানে বিপদসীমার ৩০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসন্ন দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসকে নির্দেশনা মোতাবেক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তবে, এ উপজেলার স্থানীয় বাসিন্দাদের দাবি এরই মধ্যে ভারী বর্ষণে সেখানকার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। দ্রুত বেঁড়িবাধ রক্ষায় জোরদার ব্যবস্থা না নেয়া হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। 

দুপুরে এ ব্যাপারে জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, স্থানীয়দের সহযোগিতায় ওই দুই ইউএনওদের তত্ত্বাবধানে বেড়িবাঁধ রক্ষায় এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে ও অন্য ঝুঁকিপূর্ণ স্থানে কাজ শুরু করে দিয়েছেন।

টিএইচ